আগুন জ্বলোক নিজের মতো
মো. নয়ন মিয়া
জ্বলছে আগুন দাউ দাউ করে,
জ্বলতে দে তারে।
জ্বলক আগুন নিজের মতো,
জল দিসনা তারে।
আগুন জ্বলক, আগুন জ্বলক,
ভয় তর কিসে?
জলের অভাব বোধ করিবে,
আগুন নিজে নিজে।
আগুন শেষ করবে তার খেলা,
কোন এক বেলা।
খেলবি তুই নিজের মতো,
সকাল বিকাল একলা।
শূন্য হতে তুই ফলাবি সোনা,
আগুনের কাছে তার হারতে মানা।
পুড়তে সোনা চাইবে আগুন,
পুড়তে দিবি তারে।
আগুন স্বয়ং জানেনাতো,
সোনা খাঁটি হয় তার তাপে।
২০১৪ ইং