খেলা
মো. নয়ন মিয়া
বানাইছো এক আজব প্রাণী
ধর্ম নাই, সরমও নাই
মজার খেলা খেলছো তুমি
পাষাণ যে নও তুমি
এইটা আমি অন্তরে মানি।
কি বানাইছো, কি জানি
মানুষ বলেই অমানুষ আমি
খেলছো তুমি, খেল তুমি
বল বলে নিজেকে জানি।
পাষাণ আমি, নও তুমি
পাপের বুঝা বইবো আমি
ঘাড়ে নিবে বিশ্বাস রাখি।
কি খেলাই নামালে তুমি,
বুঝার আগেই হারবো আমি?
আগে পরে তোমায় খুঁজি
হারতে হারতে জিতব জানি
বিজয় নিশান নেবই আমি।
২২/০৯/২০১৪ (02:22 AM)