গতি
মো. নয়ন মিয়া
পারবেনা কেউ রুখতে আমায়।
পারবেনা কেউ ধমাতে।
অদম্য এক গতি আমি,
জানা জগতটাকে।
স্বর্গবাসি যেই গতিতে,
পেরুই পুলসিরাত।
সেই গতিতে ছুটছি আমি,
সর্ব দিবারাত।
সিগন্যাল কোন মানিনা আমি,
জানা সকলেরে।
গতিরোধে সন্মুখে যাহা,
চুরমার করি তারে।
২০১৪ ইং