নারী বৈশিষ্ট্য
মো. নয়ন মিয়া
নারী তুমি বচন বুঝ
তবে কেন মন বুঝনা?
নারী তুমি মিথ্যে মানো
কখনো কেন সত্য খুঁজনা।
নারী তুমি ভালোলাগা ভালবাসো
ভালবাসার মূল্য দাও না।
চোখে দেখা অশ্রু মুছো
হৃদয়ের রক্তপ্রবাহ তোমায় নাড়েনা।
২০/০৯/২০১৪
The mother just a woman but she know true love for every child.
LikeLiked by 1 person