এক কৃষক কইছে : ০২


“কৃষকের উঠানে”

এক কৃষকের উঠানে,
লালন ফকির ও শীর্ষ ফকির হাজির।   
আর অতংপর,

থাকিলে মানব ভজন,
হবি তুই সোনার মানব,
লালন ফকির,
গেয়ে গেলো গান।

দলে দলে গাঁদা এল,
কৃষকের উঠানে,
সব গাঁদা মরে গিয়ে,
ফুল ফুটিল এক খানে।
কৃষকের উঠানে,
কাঁচা হলুদ রঙ্গে, 
লালন ফকির,
গেয়ে গেলো গান।

মানবে ভজনে,
অমানুষ আসিনে,
নয়নে নিসরে নয়ন।

নয়নতারায় কলি এলো,
এইতো ফুল ফুটিলো।
গোলাপ রঙ,
করিলো সে ধ্যান।
কৃষকের উঠানে,
রক্ত লাল রঙ্গে,
শীর্ষ ফকির,
গেয়ে গেলো গান।

কৃষকের উঠানে,
কাঁচা হলুদ রঙ্গে, 
লালন ফকির,
গেয়ে গেলো গান।
.
.
.
বি দ্রঃ এক কৃষক কইছে।

০৯ ফেব্রুয়ারি, ২০১৮